জাতীয় সড়ক দিয়ে ছুটলো দলছুট দাঁতাল হাতি , চাঞ্চল‍্য এলাকায়

11th January 2021 5:33 pm বাঁকুড়া
জাতীয় সড়ক দিয়ে ছুটলো দলছুট দাঁতাল হাতি , চাঞ্চল‍্য এলাকায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  ভর দুপুরে হাতির হানা, তাড়া খেয়ে জাতীয় সড়কের উপর দিয়ে ছুটল দলছুট দাঁতাল। বাঁকুড়া জেলায় হাতির সমস্যা নতুন নয়, বিগত কয়েক দশক ধরে হাতির সমস্যায় জর্জরিত জেলাবাসী। কখনো মানুষের প্রাণহানি তো কখনো বা ফসলের ক্ষয়ক্ষতি। এই দৃশ্য  নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাঁকুড়া জেলার মেজিয়া, গঙ্গাজলঘাটি, বেলিয়াতোড়, বড়জোড়া সহ বিভিন্ন ব্লক বেশি ক্ষতিগ্রস্ত। আজ ভরদুপুরে একটি দলছুট দাঁতাল মেজিয়া ব্লকের বিভিন্ন প্রান্তে চসে বেড়াল। নন্দন পুর মোড় এলাকায় কারো ফসলের জমিতে  হানা, তো কারো বা আবার খামারের মজুত করা ধান খেয়ে লোকালয়ে ঘুরে বেড়ালো এই দলছুট দাঁতাল।অবশেষে  গ্রামবাসীদের তাড়া খেয়ে জাতীয় সড়কের উপর দিয়েই ছুটে বেড়ানো হাতি। অবশ্য সেই হাতিকে তাড়াতে কোন উদ্যোগ দেখা পডলো  না বনদপ্তরের। কবে জেলাবাসী এই হাতির সমস্যা থেকে নিস্তার পাবে সেই আশাতেই দিন গুনছেন তারা।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।